Last Updated: Thursday, July 11, 2013, 16:24
বৃহস্পতিবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হৃতিক। আর ফিরেই ছেলেদের জন্য লেখা নিজের কবিতা ফেসবুকে পোস্ট করলেন হৃতিক। হাসপাতালে থাকার সময় প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। তবে তাঁর মন ছঁয়ে গেছে দুই ছেলে রেহান ও রিধানের পাঠানো গেট ওয়েল সুন কার্ড।