Last Updated: Saturday, October 19, 2013, 09:15
ধ্বংসের মধ্যেও মাথা তোলে সৃষ্টির সবুজ পাতা। ভূমিকম্প যখন কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ, তখনই এক ত্রাণশিবিরে শোনা গিয়েছে সদ্যোজাতের কান্না। ফিলিপিন্সের বোহোল দ্বীপে ভূমিকম্পের দিনেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রোজ কারাবানা।