রোহন বোপান্না - Latest News on রোহন বোপান্না| Breaking News in Bengali on 24ghanta.com
টেনিসের বিতর্কিত জুটিই এবার ভাঙনের মুখে

টেনিসের বিতর্কিত জুটিই এবার ভাঙনের মুখে

Last Updated: Thursday, October 4, 2012, 21:52

অলিম্পিকে টেনিসের দল গঠন নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। যার রেশ এখনও চলছে। আর যে জুটিকে নিয়ে সমস্যার সূত্রপাত,সেই রোহন বোপান্না-মহেশ ভূপতি জুটিই এবার ভাঙার মুখে। নিজের কেরিয়ারের কথা মাথায় রেখে,মহেশের সঙ্গে জুটি ভেঙে আবার আইসাম কুরেশির সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন বোপান্না। ইচ্ছে ছিল,আবার ইন্দো-পাক এক্সপ্রেসকে চালু করা। কিন্তু বোপান্নার ইচ্ছাপূরণ হল না।