Last Updated: Thursday, April 4, 2013, 20:28
শীর্ষ আদালতের নির্দেশে সাড়ে তিন বছরের সাজা হয়েছে সঞ্জয় দত্তর। অনিশ্চিত হয়ে পড়েছে মুন্নাভাই সিরিজের তৃতীয় ছবির ভবিষ্যত। তবে তাতে বিন্দুমাত্র পরোয়া নেই পরিচালক সুভাষ কপূরের। তিনি জানিয়ে দিয়েছেন সঞ্জয়কে ছাড়া মুন্নাভাই ভাবতেই পারছেন না তিনি। সঞ্জুর জন্য তিনি অপেক্ষা করবেন।