Last Updated: Saturday, November 2, 2013, 16:30
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকর। সংস্কৃতির এই মহল থেকে সমর্থন পাওয়াটা মোদীর কাছে নিঃসন্দেহে বড় বিষয়। দীনানাথ মঙ্গেসকরের নামে একটি হাসপাতাল উদ্বোধনে মোদী প্রশংসার সুর শোনা যায় লতার গলায়। ৮৪ বছরের সংগীত শিল্পী বলেন, "নরেন্দ্র মোদী আমরা ভাইয়ের মতো। আমরা সবাই চাই তিনি প্রধানমন্ত্রী হোন। দীপাবলিতে প্রার্থণা করি এই ইচ্ছা যেন বাস্তব হয়।"