Last Updated: Tuesday, July 23, 2013, 22:01
রমজান মাস। বিকেল হলেই ইফতারের জন্য মন কেমন। জিভের চাহিদা বৃদ্ধি। রামজানের ফাঁকেই ঈদের জন্য ভালোবাসার অপেক্ষা। জোরদার প্রস্তুতি। নতুন জামা জুতোর সঙ্গে সঙ্গে ঈদ মানে জমিয়ে খাওয়া। ঈদের খানা মশলাদার আর তৈলাক্ত না হলে মোটেও জমে না। তাই রইল লাজিজ ল্যাম্ব হান্ডির রেসিপি।