Last Updated: Monday, April 21, 2014, 12:38
উস্কানিমূলক ভাষণের জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। গত ৯ এপ্রিল বীরভূমের সাঁইথিয়ায় হরিশাড়ায় মণিরুল হুমকি দেন বিরোধী দলের কোনও সমর্থককে ভোট দিতে দেওয়া হবে না। এই মন্তব্যের জন্য মণিরুল ইসলামকে শোকজের দেন বীরভূমের জেলাশাসক। শোকজের লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মণিরুল ইসলাম। তিনি জানিয়েছেন এই ধরণের মন্তব্য আর করবেন না।