Last Updated: Thursday, June 13, 2013, 10:36
নীতীশকে মানাতে এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের শরণপন্ন হলেন লালকৃষ্ণ আডবাণী। বুধবার সন্ধেবেলা বাদলের সঙ্গে দেখা করেন আডবাণী। এর আগে ওইদিন সকালেই জনতা দল প্রধান শরদ যাদবের সঙ্গেও কথা বলেন আডবাণী। আগামী লোকসভা নির্বাচনের আগে এনডিএ অক্ষুণ্ণ রাখতে কোনও কসরতই ছাড়ছেন না আডবাণী। যদিও শরদ যাদব জানিয়েছেন, সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তে পৌঁছবেন তাঁরা।