Last Updated: Saturday, September 7, 2013, 17:10
ছত্তিসগড়ে মোদীর সভার জন্য দিল্লির লালকেল্লার আদলে মঞ্চ তৈরি হল ছত্তিসগড়ে। রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে অম্বিকাপুরে সমাবেশ স্থল। মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন মোদী। তার জন্যই এক টুকরো দিল্লিকে তুলে আনার চেষ্টা।