Last Updated: Thursday, December 12, 2013, 16:01
অল্পের জন্য রক্ষা পেল আপ লালগোলা প্যাসেঞ্জার। আজ সকাল আটটা নাগাদ ডাউন বনগাঁ লোকাল শিয়ালদহ কারশেডে ঢুকছিল। সে সময় উল্টোদিক থেকে একই রেল ট্র্যাকে চলে আসে আপ লালগোলা প্যাসেঞ্জার। কিন্তু দুটি ট্রেনের গতি কম থাকায় বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।