Last Updated: Tuesday, December 24, 2013, 12:00
চিড়িয়ামোড়ে বামফ্রন্টের মিছিলে হামলার প্রতিবাদে আজ বামেদের লালবাজার অভিযান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিকেল পাঁচটায় শুরু হবে এই মিছিল। মূল্যবৃদ্ধি, বাম কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ সহ বেশ কয়েকটি ইস্যুতে রবিবার চিড়িয়ামোড় এলাকায় মিছিল করে বামফ্রন্ট।