Last Updated: Friday, January 11, 2013, 23:02
দু দু`বার পোস্টমর্টেম করেও খুশির মৃতদেহ থেকে মিলল না পেসমেকার। আটদিন নিখোঁজ থাকার পর লিলুয়ার একটি কুয়ো থেকে আজ উদ্ধার হয় চার বছরের শিশু খুশির মৃতদেহ। খুশির পরিবারের অনুমান পেসমেকারের লোভে কেউ খুশিকে অপহরণ করে খুন করে।