Last Updated: Thursday, January 31, 2013, 21:07
ডেভিস কাপে কাল থেকে শুরু হওয়া কোরিয়ার বিরুদ্ধে ভারতের টাইটা যেন লিয়েন্ডার বনাম বাকিদের লড়াই। মহেশ ভূপতি থেকে সোমদেব দেববর্মন, রোহন বোপান্না থেকে বিষ্ণু বর্ধনে বিদ্রোহে প্রায় তৃতীয় সারির দল নিয়ে খেলতে নামছে ভারত। ব্যতিক্রম শুধু লিয়েন্ডার পেজ। যিনি সব কিছুর ঊর্ধ্বে দেশকে আগে রাখছি বলে চোট নিয়ে নিজের ৪৯ তম ডেভিস কাপ টাইয়ে নামছেন। আর তার সহযোদ্ধাদের নামটা টেনিসপ্রেমীরা তো বটেই কর্মকর্তারাও মনে রাখতে পারছেন না (দল গঠনের দিন তাঁর প্রমাণ পাওয়া গেছে)।