Last Updated: Sunday, November 10, 2013, 16:32
তিনদিন আগেও গমগম করত শহরটা। আজ ফিলিপিন্সের ছোট্ট শহর লেইটায় শুধুই স্তব্ধতা। সুপার টাইফুন হাইয়ান কেড়ে নিয়েছে শহরের হাজার হাজার প্রাণ। তবুও হার মানছে না লেইটা। ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট শহরটি।