Last Updated: Sunday, October 2, 2011, 16:20
রবিবার থেকে দেশজুড়ে জনলোকপাল বিলের খসড়া সম্পর্কে আমজনতার মতামত সংগ্রহের কাজ শুরু করল টিম আন্না। প্রথম পর্যায়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে শুরু হল এই
কাজ। প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের লোকসভা কেন্দ্রে এক সপ্তাহ ধরে জনমত সংগ্রহের পর সোনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি এবং রাহুল গান্ধির লোকসভা কেন্দ্র আমেঠিতেও জনলোকপাল বিল নিয়ে জনগণের মতামত শুনবেন আন্না হাজারের সমর্থকরা।