Last Updated: Tuesday, March 5, 2013, 20:58
কোন রাজনৈতিক রণকৌশলে চলছেন রাহুল গান্ধী? কীভাবেই বা তিনি দেখছেন ভারতের রাজনীতিকে? ভারতের ভবিষ্যৎ নিয়ে ঠিক কতটা ভাবিত `গ্রান্ড পার্টির` বর্তমান পুরুষ। এ নিয়ে রাজনীতির প্রাণকেন্দ্রে অনেক দরকষাকষি হয় ঠিকই। যাঁরা দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারের রাজনীতিকে কাছ থেকে দেখে আসছে তাঁদের একধরেনর মত। আবার বিচক্ষনতার নিরিখে বর্তমান রাজনীতির বাস্তবিকতায় রাহুলকেও এগিয়ে রাখেন অনেকে। আসন্ন লকসভা নির্বাচনে লাখ টাকার প্রশ্ন, দেশের চতুর্দশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রাহুলকে কি ছাড়পত্র দেবেন মা সোনিয়া? রাহুল গান্ধী নিজে কিন্তু সবটাই দেখছেন একটু অন্য ভাবে। বলা ভাল একটু বৃহত্তর স্বার্থে। অন্তত মঙ্গলবার দলের সাংসদের সঙ্গে বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন।