Last Updated: Sunday, August 18, 2013, 22:41
দিঘার হোটেল থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার দিঘার `ল্যারিকা ইন` হোটেল থেকে হাওড়ার এক পরিবারের তিন জনের দেহ উদ্ধার করে পুলিস। মৃতদের নাম রঞ্জিত বায়েন, তাঁর স্ত্রী ও ছেলে। রঞ্জিত বায়েন (৩৬), পূর্ণিমা বায়েন (৩২), ছেলে প্রদ্যোৎ বায়েন (৬)।