শর্মিলার পোশাকেই বিয় - Latest News on শর্মিলার পোশাকেই বিয়| Breaking News in Bengali on 24ghanta.com
শর্মিলার পোশাকেই বিয়েতে সাজবেন করিনা

শর্মিলার পোশাকেই বিয়েতে সাজবেন করিনা

Last Updated: Thursday, June 28, 2012, 13:04

এষার বিয়ের উৎসব শুরু হতে না হতেই আরেকটা `বিগ ফ্যাট বলিউড ওয়েডিং`-এর জন্য প্রস্তুত হতে শুরু করে দিয়েছে বলিউড। আর এ বিয়ে আবার যে সে বিয়ে নয়। ষোল আনা নবাবি বিয়ে। এবছরেরই ১৬ অক্টোবর বিয়ে করতে চলেছেন ছোটে নবান সইফ আলি খান ও বলিউডের `শেহজাদি` করিনা কাপুর। গুঞ্জন, `হবু-সাস` শর্মিলা ঠাকুরের বিবাহ পরিধান পরেই বিয়ে করবেন করিনা। শুধু তাই নয়, শ্বাশুড়ির পোশাককে মাপ ও ডিজাইনে অপরিবর্তিত রাখছেন বেবো।