Last Updated: Wednesday, January 23, 2013, 17:28
খবর ছিল আগেই। এই দিনই সন্তানের জন্ম দিতে চলেছেন শাকিরা। সেই মতোই মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বাইরে ছিল উত্সাহী সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ভিড়। অবশেষে রাত ৯টা ৩৬ মিনিটে মা হলেন শাকিরা। কলম্বিয়ান গায়িকার পরিবার সূত্রে খবর, বার্সেলোনার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শাকিরা।