Last Updated: Saturday, October 5, 2013, 17:26
সুতির শাড়ি আর প্রিন্টেড ব্লাউজ। এবারের পুজোয় ফ্যাশনেবল বাঙালি রমনীরা সেজে উঠবেন এভাবেই। শুনে নাক কোঁচাকাচ্ছেন? ভাবছেন, সকালটাতো সুতির শাড়িতে কাটানো গেল, কিন্তু সন্ধ্যাবেলায় সুতি? জানিয়ে রাখি, এবারের পুজোর এটাই স্টাইল স্টেটমেন্ট। সকাল হোক সন্ধে, শাড়ি হবে সুতিরই। শুধু বদলে যেতে পারে ব্লাউজ।