Last Updated: Sunday, April 28, 2013, 21:15
চিটফান্ড কেলেঙ্কারির প্রভাব পড়তে চলেছে বাঙালির শারদ উতসবেও। শহর কলকাতার ছোটবড় প্রায় ১২০০ পুজোর অনেকগুলিতেই বাজেটের মোটা টাকা আসত বিভিন্ন চিটফান্ড থেকে। সারদা কাণ্ডের পর এছর সেই টাকার রাস্তা বন্ধ। ফলে কিছুটা হলেও উতসবের আয়োজনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।