Last Updated: Monday, February 25, 2013, 19:54
ফের কলেজে শিক্ষক নিগ্রহ। এবার হামলা চলল শ্যামবাজারের জে বি রায় রাজ্য আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলেজের পঞ্চকর্ম বিভাগের প্রধান কেদার সাউকে মারধর করা হয়। ভাঙচুর হয় বিভাগীয় প্রধানের গাড়িও। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের দিকে। টিএমসিপি নেতা শঙ্কুদেব পন্ডা অভিযোগ অস্বীকার করেছেন।