Last Updated: Tuesday, November 6, 2012, 20:49
অঙ্কে কাঁচা, কিন্তু নাচে বা গানে অসাধরণ। একজন ছাত্র বা ছাত্রীর মূল্যায়নের ক্ষেত্রে এবার এইসব বিষয়কেও গুরুত্ব দিতে চলেছে রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই ইউনিট টেষ্ট তুলে দিয়ে সরকার এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমাসের শেষেই।