Last Updated: Sunday, February 10, 2013, 23:04
মুখ্যমন্ত্রী ধর্মঘটের বিরুদ্ধে বক্তব্য রাখলেও ধর্মঘটের অধিকার নিয়ে ফের একবার মুখ খুলললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেন্ট লরেন্স স্কুলে একটি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী রবিবার বলেন, ধর্মঘট একটি গনতান্ত্রিক ব্যাপার। ধর্মঘটের দিন কাজে যাওয়া বা না যাওয়া যে কোনও ব্যক্তির ইচ্ছা। তাঁর সংযোজন, সরকার বা কর্তৃপক্ষ আগে থেকে আসার নির্দেশ দিলে যদি কেউ না মানে তাহলে সরকারেরও মাইনে কাটার অধিকার আছে। তবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যা গনতান্ত্রিক অধিকার তার খর্ব করে সরকারই বা কেন নির্দেশ জারি করছে।