Last Updated: Sunday, October 7, 2012, 21:24
ভাবছিলাম বেরিয়েই পড়ি। ভাবছিলাম, কিন্তু ভাবনাতেই থেমে থাকছিল সবকিছু। কলকাতার রাস্তায় রাস্তায় শুটিং করে বেড়াচ্ছি আর বৃষ্টি এসে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। প্রতিটি সিডিউলি ঘেঁটে ঘন্ট। একদিন গড়ের মাঠে এমনই এক বৃষ্টিভেজা ভোরবেলায় শ্যুট চলছে...সাম্নে অনাবিল ভিজে সবুজ, গীটার হাতে গানওয়ালা সুমন দা গাছের তলায় দু-পা ছড়িয়ে টুপি ছুঁড়ে দিচ্ছেন আকাশের দিকে...আর আমার চোখ ভিজে আসছে, মুহুর্তে গুলিয়ে যাচ্ছে সময়।