শিল্পমেলা - Latest News on শিল্পমেলা| Breaking News in Bengali on 24ghanta.com
ক্ষতে প্রলেপ! শিল্পমেলা সরছে হলদিয়ায়

ক্ষতে প্রলেপ! শিল্পমেলা সরছে হলদিয়ায়

Last Updated: Thursday, November 1, 2012, 21:39

টাটা থেকে এবিজি। ভাবমূর্তি রক্ষায় তাই এবার বুদ্ধিজীবী থেকে শিল্পমেলা। যাবতীয় অস্ত্র ব্যবহার করছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। আগামীকাল স্থানীয় সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়ায় সমাবেশ হতে চলেছে। যেখানে থাকবেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আজই আবার সরকার ঘোষণা করেছে, চলতি বছরের শিল্পমেলা হবে হলদিয়ায়।