শিশু স্বাস্থ্য - Latest News on শিশু স্বাস্থ্য| Breaking News in Bengali on 24ghanta.com
গুজরাতে প্রতি ৩ জনে ১ জন শিশু অপুষ্টির শিকার

গুজরাতে প্রতি ৩ জনে ১ জন শিশু অপুষ্টির শিকার

Last Updated: Saturday, October 5, 2013, 15:54

রাজ্যের শিশু স্বাস্থ্য বিকাশে উন্নয়ন মুখী প্রকল্প। খুব ঢাক পিটিয়েছিলেন গুজরাত রূপকার নরেন্দ্র মোদী। শিশু স্বাস্থ্য বিকাশের এই পরীক্ষায় ডাহা ফেল বিজেপি প্রধানমন্ত্রী প্রদপ্রার্থী। কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (ক্যাগ) -এর পেশ করা রিপোর্ট অনুযায়ী গুজরাতে প্রতি ৩ জনে একটি শিশু অপুষ্টির শিকার।