শীতকালীন অলিম্পিক - Latest News on শীতকালীন অলিম্পিক| Breaking News in Bengali on 24ghanta.com
সোচি অলিম্পিকে সব টিকিট বিক্রি, অথচ স্টেডিয়াম ফাঁকা

সোচি অলিম্পিকে সব টিকিট বিক্রি, অথচ স্টেডিয়াম ফাঁকা

Last Updated: Monday, February 10, 2014, 11:21

সোচি শীতকালীন অলিম্পিকে স্টেডিয়ামে বেশ কিছু ইভেন্টের খেলা চলাকালীন একেবারে জনশূন্য। অথচ আয়োজক কমিটি গতকালই জানায় ৯২ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনেকেই বলছেন, এই তিন দিনের বিচারে এত জনশূন্য স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকে এর আগে হয়নি। তবে আয়োজকদের আশা অলিম্পিক যত এগোবে ততই স্টেডিয়ামে ভিড় বাড়বে।