শীতকালীন সব্জির ফলন - Latest News on শীতকালীন সব্জির ফলন| Breaking News in Bengali on 24ghanta.com
ক্ষতির মুখে বর্ধমানের আলু চাষিরা

ক্ষতির মুখে বর্ধমানের আলু চাষিরা

Last Updated: Monday, December 31, 2012, 11:57

সঙ্কটের মুখে শস্যগোলা বর্ধমান। ঘন কুয়াশার কারণে সমস্যা দেখা দিয়েছে শীতকালীন সব্জির ফলনে। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আলু চাষের। ইতিমধ্যে বহু জায়গায় আলু গাছে রোগ দেখা দিতে শুরু করেছে। এভাবে দিনের পর দিন কুয়াশার প্রকোপ চলতে থাকলে চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।