শুভ মহরত - Latest News on শুভ মহরত| Breaking News in Bengali on 24ghanta.com
ছোট পর্দায় আসছেন ঋতুর রাঙা পিসিমা

ছোট পর্দায় আসছেন ঋতুর রাঙা পিসিমা

Last Updated: Wednesday, June 5, 2013, 21:49

এক দশক আগে আগাথা ক্রিস্টির মিস মার্পলকে রাঙা পিসিমার(শুভ মহরত) রূপ দিয়েছিলেন ঋতুপর্ণ। মৃত্যুর আগে সেই রাঙা পিসিমাকেই ছোট পর্দায় আনার পরিকল্পনা ছিল তাঁর। প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানাতে খুব শিগগিরই রাঙ পিসিমার প্রথম পর্ব ছোট পর্দায় আনতে চলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর শুভঙ্কর চক্রবর্তী।