Last Updated: Thursday, June 13, 2013, 16:03
মায়ের অবৈধ সম্পর্ক জেনে ফেলায় খুন হতে হল সপ্তম শ্রেণির ছাত্র শুভম দাসকে। খুনের অভিযোগে মা ভাস্বতী দাসকে আটক করেছে পুলিস। ঘটনা দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকার। অভিযোগ, গতকাল রাতে শুভম দাসকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর মা ভাস্বতী দাস।