Last Updated: Wednesday, October 9, 2013, 11:32
দশ তারিখও খোলা হচ্ছে না হলদিয়া পেট্রোকেমের শেয়ার বিক্রির দরপত্র। মন্ত্রিগোষ্ঠী সূত্রে খবর, ওই দিনেই ঘোষণা হবে দরপত্র খোলার দিন। শিল্পমহলের আশঙ্কা দশ তারিখের পর দরপত্র খোলা হলে তা বাতিলও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আরও আইনি জটে জড়িয়ে যাবে এখনই ধুঁকতে থাকা হলদিয়া পেট্রোকেমিক্যাল।