Last Updated: Friday, December 6, 2013, 20:38
সংগ্রামপুর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূর। জয়নগর। বিষমদ খেয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটল। জয়নগরের নয়াপুকুরিয়াতে চোলাইমদ খেয়ে মৃত্যু হয়েছে দুই জন ইটভাটার শ্রমিকের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর তিনজন। মৃত্যুর পর পুলিস প্রথামত তল্লাশি চালাল এলাকায়। ভাঙা হল বেশ কটি চোলাই মদের দোকান।