Last Updated: Sunday, April 21, 2013, 21:44
সংসদের অধিবেশ শুরুর সময়ই খারাপ সময় শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের। টুজি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট ও কয়লা দুর্নীতিতে সিবিআইয়ের তদন্তে কেন্দ্রীয় আইনমন্ত্রীর নাম জরানোর ইস্যুতে সংসদ আচল করার হুমকি দিয়েছে বিরোধীরা। অর্থাৎ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় বিরোধী শিবিরে ঘেরাও হওয়ার সম্ভাবনা বেশ টের পাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।