Last Updated: Monday, May 7, 2012, 22:35
মানসিক বিষণ্ণতা কাটাতে মিউজিক থেরাপি কত উপযোগী, তা ব্রেট লি ছাড়া কেই বা বোঝেন? ক্রিকেট কেরিয়ারে ১৩ বার অস্ত্রোপচার হয়েছে ব্রেট লির। একটা সময় চোট অতি অল্প বয়সেই শেষ করে দিচ্ছিল লির কেরিয়ার। দল থেকে বাদ পড়ে চোটমুক্ত হওয়ার দিনগুলিতে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেইসময় বাইশ গজে ফিরে আসার জন্য লি-র একমাত্র দাওয়াই ছিল মিউজিক থেরাপি।