Last Updated: Wednesday, February 27, 2013, 15:36
তিন ইয়ারি কথার পর, তিন বন্ধুর কাণ্ডকারখানা নিয়ে বাংলায় তেমন কমেডি হয়েছে কি? স্মৃতি হাতড়ে তো তেমন কিছু মিলল না। ডামাডোল কিন্তু সেই ফাঁকা জায়গাটায় বেশ জাঁকিয়েই বসার সাহস রাখে। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত ও রাজদীপ গুপ্ত তিনজনই নবীন তারকা। এ ছবিতে তাঁদের কেমিস্ট্রি আর কমিক টাইমিং অসাধারণ। কেউ কারওর সঙ্গে প্রতিযোগিতা করেননি। সবাই মিলে যেন উপভোগ করতে করতে অভিনয় করেছেন যাতে ছবিটাই উপভোগ্য হয়।