সলমল খুরশিদ - Latest News on সলমল খুরশিদ| Breaking News in Bengali on 24ghanta.com
শিন্ডের মন্তব্যে সায় খুরশিদের

শিন্ডের মন্তব্যে সায় খুরশিদের

Last Updated: Tuesday, January 22, 2013, 17:33

`গেরুয়া সন্ত্রাস` বিতর্কে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের পাশেই দাঁড়ালেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। এ দিন এক সাংবাদিক সম্মেলনে খুরশিদ বলেন, "যথেষ্ট তথ্যের অপর ভিত্তি করেই স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।" চরমপন্থী সন্ত্রাসের যে কোনও রূপই ভারতের জন্য ক্ষতিকারক বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর মত, "সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। তাঁর কথাগুলিকে দৃষ্টি ঘুড়িয়ে দিতে ব্যবহার করা উচিত নয়।"