Last Updated: Saturday, June 15, 2013, 09:36
সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল নেতা শিবু যাদবকে ট্রানজিট রিমান্ডে আজ বারাকপুরে নিয়ে আসা হচ্ছে। গতকাল বিহারের মোতিহারি আদালতে শিবু যাদব সহ নয় অভিযুক্তকে পেশ করে সুগোলি থানা। জেরায় জানা যায় বিহার থেকে সড়কপথে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল শিবু যাদব। সেখান থেকেই ধৃতদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিস। ব্যারাকপুরে নিয়ে আসার পর আজই শিবু যাদবকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।