Last Updated: Wednesday, January 8, 2014, 23:30
আগামী ১১ জানুয়ারি কুণাল ঘোষসহ চার দলীয় সাংসদের তহবিলের টাকায় কেনা ১১৫টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি কুণাল ঘোষ। কিন্তু সারদাকাণ্ডে নাম জড়ানোয় আপাতত তিনি কারাবাসে। তাই অ্যাম্বুলেন্সের গায়ে কুণাল ঘোষের নাম লিখতে চায় না সরকার। বিতর্ক এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সাংসদ তহবিলের টাকায় কেনা হলেও কোনও সাংসদের নাম লেখা হবে না অ্যাম্বুলেন্সের গায়ে।