Last Updated: Sunday, January 12, 2014, 16:16
সাউথসিটি মলে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। আগামী বৃহস্পতিবার মলের বর্ষপূর্তি। এই উপলক্ষে মল সাজানোর কাজ করছিলেন ঠিকাদার সংস্থার এই চার কর্মী।