Last Updated: Monday, February 10, 2014, 09:39
পাড়ুইয়ে সাগর ঘোষ খুনের ঘটনায় গ্রেফতার হলেন আরও চারজন। ধৃতদের মধ্যে রয়েছেন মোস্তাফা শেখ। তিনি পাড়ুই অঞ্চলের তৃণমূল সভাপতি ও বীরভূম জেলা তৃণমূল কমিটির সদস্য। রবিবার গভীর রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। হাইকোর্টের তিরষ্কারের পর গতকালই শেখ ইউনিস নামে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। নিহত সাগর ঘোষের পুত্রবধূর জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয় শেখ মোস্তাফাকে।