সানডে ইন্ডিয়ান ম্যাগ - Latest News on সানডে ইন্ডিয়ান ম্যাগ| Breaking News in Bengali on 24ghanta.com
কয়লার ব্লক-বন্টন ইস্যু: মানহানির মামলায় হার জিন্দালের

কয়লার ব্লক-বন্টন ইস্যু: মানহানির মামলায় হার জিন্দালের

Last Updated: Saturday, October 5, 2013, 11:09

আদালতে ধাক্কা খেল কংগ্রেস সাংসদ নবীন জিন্দালের সংস্থা জেএসপিএল। খারিজ হয়ে গেল দ্য সানডে ইন্ডিয়ান ম্যাগাজিনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার আবেদন। কয়লার ব্লক-বন্টন ইস্যুতে গত বছর দুটি লেখা বেরোয় ওই ম্যাগাজিনে। এরপরই তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করে জিন্দালের সংস্থা।