Last Updated: Thursday, November 14, 2013, 12:16
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার সালকিয়ার একটি ছাঁট কাপড়ের গুদাম। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট এলাকায় ওই ছাঁট কাপড়ের গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।