Last Updated: Sunday, January 20, 2013, 18:20
দীর্ঘ টালবাহানা- নাটকের পর আই লিগে ফিরে এসেই হার মোহনবাগানের। নির্বাসনের শাস্তি ওঠার পর আই লিগে মোহনবাগানের প্রথম ম্যাচটাই অবনমনের আতঙ্কটা উসকে দিল। অবনমনের আসল লড়াইটা যাদের সঙ্গে লড়তে হবে তাদের মধ্যে অন্যতম সালগাওকরের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হল করিমদের দলকে। ৪২ দিন পরে আই লিগে নেমে হারের মুখে করিমের মোহনবাগান। সালগাওকরের হয়ে গোল দুটি করেন গ্যাব্রিয়েল ওবাতোলা ও জোসিমার।