Last Updated: Monday, October 28, 2013, 22:47
র্যাগিং-এর অভিযোগে সাসপেন্ড থাকা দুই ছাত্রের দাদাগিরি। ঘটনাস্থল সল্টলেকের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ক্যাম্পাস। আক্রান্ত অভিযোগকারী অনাবাসী ভারতীয় ছাত্র রিকি দাস। অভিযোগ, বিকেলে কলেজের সামনে বাইকে করে এসে দুই ছাত্র সাদ্দাম শেখ এবং রাজবীর সিং ছুরি নিয়ে চড়াও হয় রিকির ওপর। প্রথম বর্ষের ছাত্র রিকির গলায় ছুরি ঠেকিয়ে কলেজ ছেড়ে বিদেশে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।