Last Updated: Monday, July 7, 2014, 11:24
প্রতি দশজন ভারতীয়র মধ্যেই তিনজনই দরিদ্র। জানিয়ে দিল সি রঙ্গরাজন কমিটি। তাঁদের মতে, ২০১১-১২ আর্থিক বছরে মোট জনসংখ্যার ২৯.৫ শতাংশ মানুষই দরিদ্র। এই রিপোর্ট খারিজ করে দিয়েছে দারিদ্র নিয়ে সুরেশ তেণ্ডুলকর কমিটির রিপোর্টকেও।