Last Updated: Monday, August 5, 2013, 23:16
মুম্বইয়ের শিল্পসম্মেলনে তাবড় তাবড় শিল্পপতিদের হাজিরায় তৃপ্ত রাজ্য সরকার। তৃপ্তির সেই আবেশ এখনও কাটেনি। তার মধ্যেই শহরে এসে রাজ্যের অস্বস্তি বাড়ালেন বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট ক্রিস গোপালকৃষ্ণণ। তিনি বলে গেলেন, শিল্পের জন্য জমি লাগবেই। জমির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।