Last Updated: Thursday, October 11, 2012, 17:14
পাহাড়ের উচ্চতা, বিপক্ষ দলের পাহাড়ি বিছের মত লড়াকু মনোভাব, আর ছোট মাঠ। বৃহস্পতিবার এতগুলো আশঙ্কা নিয়ে আই লিগে তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ফেড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কিন্তু সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে বাইচুং ভুটিয়ার ক্লাবের কাছ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে এলেন চিডি-মেহতাবরা। খেলার ৮৫ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে লালরিনডিকার গোলে ইস্টবেঙ্গলের এই জয় দিয়েই এবারের আই লিগে জয়ের রাস্তায় ঢুকল মরগ্যানের দল।