Last Updated: Thursday, January 24, 2013, 16:54
আই লিগে প্রথম পয়েন্ট পেল মোহনবাগান। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সিকিম ইউনাটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় আই লিগে পয়েন্ট তালিকায় খাতা খুলল করিম বেঞ্চারিফার দল। তবে আই লিগে প্রথম পয়েন্ট পাওয়ার ম্যাচটা কিন্তু বাগানের অবনমনের ভূতটাকে সাহস দিয়ে গেল। অবনমন থেকে বাঁচতে হলে মোহনবাগানের লড়াইটা যাদের সঙ্গে তাদের মধ্যে বাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড অন্যতম।