Last Updated: Friday, July 19, 2013, 20:35
নেলসন ম্যান্ডেলার জন্মদিনে নতুন স্মার্ট কার্ড লঞ্চ করল দক্ষিণ আফ্রিকার সরকার। বৃহস্পতিবার ছিল ম্যান্ডেলার ৯৫ তম জন্মদিন। ওইদিনই প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিং থেকে লঞ্চ করা হল স্মার্ট আইডেন্টিটি কার্ড। সিনিয়র সিটিজেন জন্য এই বিশেষ স্মার্ট কার্ডের অন্তর্ভুক্ত নেলসন ম্যান্ডেলাও। রয়েছেন আরেক প্রাক্তন রাষ্ট্রপতি থাবো এমবেকি, ডেপুটি প্রেসিডেন্ট গালেমা মোতলান্তে, স্বাধীনতা সংগ্রামী সোফি দে ব্রুনও।